31 AUGUST, 2024
BY- Aajtak Bangla
ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়, তাই তুলসীকে অবশ্যই ভগবান বিষ্ণুর নিবেদনের অন্তর্ভুক্ত করা হয়।
হিন্দু ধর্মে তুলসী গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটিকে পূজনীয় বলেও বিবেচনা করা হয়।
অনেক বাড়িতে সকাল-সন্ধেয় তুলসীর পুজো হয়। যে যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে সেখানে সর্বদা সুখ ও সমৃদ্ধি থাকে। তবে ভাগ্য ঘোরাতেও তুলসী তুলনাহীন।
আয়ুর্বেদে ওষুধ হিসেবেও তুলসীর গুরুত্ব অসীম।
তুলসীর এমন বাস্তু দিক আছে যা আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। প্রতিদিন স্নানের পর তুলসী গাছে জল দিন।
আর্থিক উন্নতি চাইলে রাতে ঘুমনোর আগে বালিশের তলায় তুলসী পাতা রাখলে দেখতে পাবেন অভাবনীয় চমৎকার।
শোওয়ার আগে বালিশের নীচে ২টি তুলসী পাতা রেখে দিন। পরদিন সকালে উঠে একটি তুলসী প্রবাহিত পরিষ্কার জলে ভাসিয়ে দিন।
অন্য তুলসী পাতাটি একটি কৌটোয় ভরে কোনও জায়গায় রেখে দিন। এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবেন। অর্থকষ্ট ধীরে ধীরে কাটবে।
এছাড়া, রাতে কোনও বাজে স্বপ্ন দেখেন তা দূর হবে। অনিদ্রার সমস্যা থাকবে না। শুধু তাই নয়, প্রতিদিন খুব ইতিবাচক মনে হবে। মনে খারাপ চিন্তা আসবে না। জীবনে শান্তি থাকবে।