16 OCTOBER 2024
BY- Aajtak Bangla
ময়ূরের পালক ঘরে সৌভাগ্য, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে।
সুন্দর হওয়ার পাশাপাশি ময়ূরের পালকও খুব উপকারী।
ময়ূর পালক রাখা খুব শুভ। বাস্তু মতে, বাড়িতে ময়ূরের পালক রাখা সমৃদ্ধির প্রতীক।
বাড়ির উত্তর-পশ্চিম দিকে ময়ূরের পালক রাখলে ধন-সম্পদ লাভের সম্ভাবনা বাড়ে।
ময়ূরের পালক রাখলে কোষ্ঠীতে উপস্থিত রাহুর দোষ দূর হয় এবং আশীর্বাদ আসে।
বাস্তু দোষ দূর করতে ৮টি ময়ূরের পালক বেঁধে উত্তর-পূর্ব দেওয়ালে রাখুন।
ঘরে ময়ূরের পালক রাখলে সুখ, শান্তি ও মনোরম পরিবেশ আসে।
এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে।
ময়ূরের পালক রাখলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।