06 July, 2023

BY- Aajtak Bangla

মানি প্ল্যান্ট লাগিয়েও পকেট ফাঁকা? এই কোণে রেখে দেখুন তো

বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টের বিশেষ গুরুত্ব বলা হয়েছে। এটি অর্থের আগমন ঘটায়।

বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট কখনই উত্তর-পূর্ব দিকে লাগানো উচিত নয়।

এতে পরিবারের অন্য সদস্যদের আর্থিক সংকটে পড়তে হতে পারে।

মানি প্ল্যান্ট সবসময় দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে।

এই দিকটি ভগবান গণেশের বলে মনে করা হয়। এই দিকে মানি প্ল্যান্ট লাগালে সুখ ও সমৃদ্ধি আসে।

যদি সঠিক দিকে মানি প্ল্যান্ট রাখেন, তবে অন্যান্য কিছু বিষয়েও যত্ন নিন।

মনে রাখবেন আপনার মানি প্ল্যান্টের লতা যেন কখনওই মাটিতে না লাগে।

মানি প্ল্যান্ট কখনই কাউকে দেবেন না এবং কারও জায়গা থেকে নেওয়া উচিত নয়।

অন্যদিকে, বাড়ির মানি প্ল্যান্টকে কখনই শুকাতে দেওয়া উচিত নয়। একটি শুকনো মানি প্ল্যান্ট দুর্ভাগ্যের প্রতীক।