BY- Aajtak Bangla

মানি প্ল্যান্ট এই ভুল জায়গায় রাখলে লাভ হয়, বড় ক্ষতি! হিতে বিপরীত হবে  

16 MAY, 2025

ঘরে মানি প্ল্যান্ট লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। ঘরে মানি প্ল্যান্ট থাকলে কখনও আর্থিক সমস্যা হয় না।

বিশ্বাস করা হয় যে, যেসব বাড়িতে মানি প্ল্যান্ট লাগানো হয়, সেখানে সম্পদের দেবী লক্ষ্মী বাস করেন।

মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে কখনও টাকার অভাব হবে না। সুখ সব সময় থাকবে।

মানির প্ল্যান্ট রাখার দিক সম্পর্কিত ভুল সব সময় এড়িয়ে চলা উচিত।

মানি প্ল্যান্ট সম্পর্কিত এই ভুলটি করলে ঘরে আর্থিক সমস্যা শুরু হতে পারে।

বাড়ির উত্তর-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা উচিত নয়। এতে করে ঘরে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে।

এই দিকে মানি প্ল্যান্ট রাখলে পরিবারের সদস্যদের আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মানি প্ল্যান্ট কখনই বাড়ির টয়লেটের কাছে রাখা উচিত নয়। এটি করাও অশুভ বলে বিবেচিত হয়।