21th May, 2024
BY- Aajtak Bangla
সবুজ গাছপালা বাড়িতে বা অফিসের সৌন্দর্য বাড়ায়। সবুজ গাছপালা শুধু মনকে ভালো রাখে তাই নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও গুরুত্বপূর্ণ।
কিছু কিছু গাছ রয়েছে যেগুলি বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কিত। তেমনি শুক্রের সঙ্গে সম্পর্ক রয়েছে বিশেষ এক গাছের।
মানিপ্ল্যান্ট হল সেই গাছ। এই গাছে দেবী লক্ষ্মী ও শুক্রের বাস বলে মনে করা হয়। তাই মানিপ্ল্যান্ট সুখ, সমৃদ্ধি, সমৃদ্ধি ও ঐশ্বর্যের কারক। মানিপ্ল্যান্ট ঘরে রাখলে আসে ধনসম্পদ।
বাস্তু অনুসারে,বাড়িতে সঠিক দিকে মানি প্ল্যান্ট থাকলে শুক্র খুশি থাকে। এর সঙ্গে ঘরে ইতিবাচকতা বজায় থাকে। ঘরে আসে সুখ-সম্পদ।
তবে জানেন কি মানিপ্ল্যান্ট ঠিক কোনদিকে লাগালে টাকা-পয়সার অভাব হবে না বাড়িতে ।
বাড়ি বা অফিসে ভুল দিকে মানি প্ল্যান্ট রাখলে বাস্তু দেবতা ক্রুদ্ধ হতে পারেন। তাই মানি প্ল্যান্টের চারা সবসময় বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে।
কারণ এই দিকের কর্তা হলেন স্বয়ং ভগবান গণেশ। তাঁর প্রতিনিধি হলেন শুক্র গ্রহ।
সঠিক দিকে মানি প্ল্যান্ট থাকলে গণেশ সমস্ত ঝামেলা ও বাধা দূর করেন। শুক্রদেব সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। এই গাছ শুধুমাত্র দক্ষিণ-পূর্ব দিকে লাগান।