BY- Aajtak Bangla
9 April, 2025
প্রত্যেকেই চান নিজের জীবনে সফল হতে, অভাব ঘুচিয়ে ভাল সময়ের মুখ দেখতে।
কিন্তু সবসময় সেটা সম্ভবপর হয় না। শত পরিশ্রম করেও মাঝে মাঝে সফলতা ধরা দেয় না।
জ্যোতিষশাস্ত্রে সফলতা পাওয়ার অনেক টোটকাই রয়েছে। যার মধ্যে অন্যতম শুকনো লঙ্কার টোটকা।
শুকনো লঙ্কা দিয়ে এই কাজ করলেই চাকরি বা ব্যবসায় ক্ষতি, বাড়িতে অশান্তি, টাকা-পয়সার অভাব দূর করতে পারবেন।
কী করতে হবে? প্রথমে নিন ৭টি শুকনো লঙ্কা। সেই লঙ্কা চিড়ে তার থেকে ২১টি বীজ বের করে নিন।
এবার একটি পাত্রে জল নিয়ে সেখানে এই শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রাখুন। এরপর রাতে বিছানার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন।
সকালে ওই জল গোটা ঘরে ছিটিয়ে দিন! রাতারাতি বদলে যাবে ভাগ্য।
শত্রুদের দমন করতে চাইলে সাতটা শুকনো লঙ্কা সুতোয় বেঁধে ঘরের যে কোনও কোণায় ঝুলিয়ে দিন! সব ঝামেলা থেকে মুক্তি মিলবে।
একটা রুমালে সাতটা লাল শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখুন। সাত দিন পর ফের রুমালটি বদলে নিন।
পুরনো লঙ্কা গুলোই নতুন রুমালে বেঁধে নিন। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। সব অর্থ কষ্ট কেটে যাবে।