BY- Aajtak Bangla

হাত থেকে টাকা মাটিতে পড়া শুভ না অশুভ ইঙ্গিত? বাস্তু বলছে... 

14 AUGUST, 2023

পকেট থেকে টাকা বের করার সময়, টাকা মানি ব্যাগে ঢোকাতে গিয়ে বা গুনতে গিয়ে মাটিতে পড়ে যায়? কেউ কেউ একে খুব খারাপ লক্ষণ বলে মনে করেন। 

কিন্তু হাত থেকে টাকা পড়ে যাওয়া কি সত্যিই অশুভ? এর ফলে কি আর্থিক ক্ষতি হয়? হাত থেকে টাকা পড়ে যাওয়া কি আসলেই দারিদ্র্যের দিকে নিয়ে যায়?

বাস্তুশাস্ত্র অনুসারে, হাত থেকে টাকা পড়ে যাওয়ার ফলাফল বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন হয়। অর্থাৎ হাত থেকে টাকা পড়ে যাওয়া মানে তা কোনও ব্যক্তির জন্য প্রত...

বাড়ি থেকে বের হওয়ার সময় যদি হঠাৎ করে আপনার হাত থেকে টাকা পড়ে যায় বা পকেট থেকে টাকা পড়ে যায় তাহলে এটি শুভ লক্ষণ।

যদি কোনও ব্যক্তির সঙ্গে লেনদেন করেন এবং সেই সময় টাকা মাটিতে পড়ে যায় তবে এটিও একটি শুভ লক্ষণ। তাই টাকা সবসময় নিরাপদ স্থানে রাখা উচিত।

যদি ভোরবেলা আপনার হাত থেকে টাকা পড়ে যায়, তবে এটিও খুব শুভ লক্ষণ। এর মানে হল খুব শীঘ্রই সে টাকা পেতে চলেছেন। 

জেনে বুঝে বা অজান্তে যখন টাকা হাত থেকে পড়ে যায়, তখন তা সবসময়ই একটি ভালো লক্ষণ দেয়। কিন্তু যখন টাকা পড়ে থাকলে তোলেন না বা নিজেই ফেলে দেন, তা খুব অশ...