08 April, 2024

BY- Aajtak Bangla

ঘর মোছার জলে মেশান এই মশলা, টাকার জোয়ার আসবে জীবনে

বাস্তুশাস্ত্রের ওপর নির্ভর করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন।

বাস্তুশাস্ত্র একটি বাড়ি অবস্থান ও একাধিক বিষয়ের কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্রে জ্যোতিষ শাস্ত্রে সঙ্গে যোগ আছে। 

বাস্তুশাস্ত্রে এমন কিছু কাজ করলে জীবন সুন্দর হয়ে উঠতে পারে।

বড়লোক হতে কে না চান। তবে, হতে পারেন ক'জন? 

শত চেষ্টা করেও কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ না হলে, এই টোটকা করে দেখুন। বাস্তু মতে এই টোটকা করলে অনেক উপকার পাওয়া যায়। 

এই টিপস মেনে চললে সহজে আর্থিক ভাগ্য খুলে যায়। হলুদ এমন একটি মশলা যা প্রত্যেকের রান্নাঘরে রয়েছে। যে কোনও রান্নায় হলুদ ব্যবহার হয়। 

জ্যোতিষ শাস্ত্রে হলুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই শুভ।

শাস্ত্রে মতে, হলুদ গ্রহের শান্তিতে গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন ঘর মোছার সময় এক চিমটে হলুদ মিশিয়ে নিন জলে। 

হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছুন। হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছলে দূর হবে বাস্তু দোষ, শান্ত থাকবে গ্রহ।  

এছাড়াও বাড়ির মধ্যে পজিটিভিটি বৃদ্ধি করতে এই টিপস অত্যন্ত গুরুত্বপূর্ণ।