BY- Aajtak Bangla
09 AUGUST, 2024
সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। বন্ধুত্বের হোক, সংসারের হোক, স্বামী-স্ত্রীর হোক কিংবা প্রেমিক-প্রেমিকার।
যে কোনও সম্পর্কের সবচেয়ে মূল্যবান গুণ হল 'বিশ্বাস'। কিন্তু ইদানীং এই বিশ্বাস বিষয়টি নিয়েই বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে।
অনেকসময়েই বিশ্বাসভঙ্গের বেদনা সহ্য করতে হয় অনেককে। তাই সম্পর্কে সন্দেহ একটা বড় ফ্যাক্টর।
জ্যোতিষশাস্ত্র অনুসারে তিন রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অটুট রাখেন। তবে সম্পর্কে জড়ানোর আগে এ ব্যাপারে দেখে নিন।
এই রাশিচক্রের (Rashifal) জাতক-জাতিকাদের মধ্যে স্বাভাবিকভাবেই অন্য রাশির জাতক-জাতিকাদের তুলনায় কম বিশ্বাস ভাঙেন।
তাই এদের বিশ্বাস করতে সমস্যা নাও হতে পারে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সেই রাশিগুলি সম্পর্কে জানা যাক, যাদের জাতক-জাতিকারা বিশ্বাস বা আনুগত্যের শক্ত স্তম্ভ হিসাবে পরিচিত।
বৃষ রাশি বিশ্বাস এবং আস্থার প্রতীক। এই রাশির জাতক-জাতিকারা অটল প্রকৃতি এবং বিশ্বাসের জন্য পরিচিত।
কর্কট রাশির গভীর আবেগপ্রবণতা, বুদ্ধিমত্তা এবং লালন-পালনের প্রবণতা জাতক-জাতিকাদের অবিশ্বাস্যভাবে বিশ্বাসযোগ্য করে তোলে। এরা জীবনে সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়।
এই রাশির জাতক-জাতিকাদের দায়িত্ব ও শৃঙ্খলার প্রতীক বলে মনে করা হয়। যদি এরা কাউকে কিছু প্রতিশ্রুতি দেয় তবে তাঁরা অবশ্যই তা পূরণ করে।