BY- Aajtak Bangla
11 March 2024
আমরা বাইরে বেরোলে সবসময়ই পার্স বা ওয়ালেট বা মানিব্যাগ সঙ্গে রাখি।
প্রয়োজনীয় টাকাপয়সা এবং বিভিন্ন ব্যাঙ্কের কার্ড মূলত মানিব্যাগে রাখি আমরা।
আবার অনেকেই মানিব্যাগে নিজেদের প্রিয়জনের ছবি রাখেন। কেউ স্ত্রীর ছবি রাখেন। আবার কেউ মা বা বাবার ছবি রাখেন।
মানিব্যাগে স্ত্রী এবং মায়ের ছবি রাখলে কী হয় জানেন? কী বলছে জ্যোতিষশাস্ত্র, জেনে নিন...
জ্যোতিষ মতে, স্ত্রীরা হলেন কোনও ব্যক্তির জীবনে শুক্র। তাই মানিব্যাগে স্ত্রীর ছবি রাখলে শুক্র আরও মজবুত হবে।
শুক্র হল সম্পদ, ঐশ্বর্যের অধিপতি। তাই শুক্র শক্তিশালী হলে সম্পদ লাভ হয়। উন্নতি হয় জীবনে। অর্থলাভের যোগ রয়েছে এতে।
জ্যোতিষ মতে, মানিব্যাগে মায়ের ছবি রাখলে জীবনে স্থিতিশীলতা আসবে।
জ্যোতিষ মতে, কোনও ব্যক্তির মা চন্দ্র এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ, মায়ের ছবি রাখলে মঙ্গল হবে।