16 May,, 2024
BY- Aajtak Bangla
দেশের বিখ্যাত স্পিকারদের মধ্যে জয়া কিশোরী অন্যতম। তিনি একজন মোটিভেশনাল স্পিকার।
জয়া কিশোরীর ভজন, গল্প এবং মোটিভেশনাল ভিডিওগুলো বেশ ভাইরাল হয়।
অনেকেই জয়া কিশোরীর জীবন সম্পর্কে জানতে চায়, তাই তিনি খোলামেলা কথাও বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া কিশোরী জানিয়েছেন তিনি তার ব্যাগে কী কী রাখেন।
জয়া কিশোরী বলেন, 'আমার ব্যাগটা অনেক বড়। আমার বাবা এটাকে ঝোলা বলেন।'
'আমার ব্যাগ এত বড় কারণ আমাকে কয়েক মাস বাইরে থাকতে হয়।'
'অনেক জিনিস আছে যা আমি আমার ব্যাগে বহন করি, আমি প্রতিটি ব্যাগে ঈশ্বরের ছবি রাখি।'
ছবি যেকোনো দেবতার হতে পারে। আমি মনে করি ব্যাগটিতে ঈশ্বরের আশীর্বাদ থাকা উচিত।
'দ্বিতীয়ত, আমার মানিব্যাগ থাকে কারণ আমি ঘুরে বেড়াই। তারপর একটা পাতলা বই আমার কাছে আছে। সুযোগ পেলেই পড়ি।
'এছাড়া ল্যাপটপ, ফোন, রাবার ব্যান্ড, ৪-৫টা ক্লাচও ব্যাগে থাকায় এদিক-ওদিক চলে যাচ্ছে। আমি আমার ব্যাগে কিছু পুদিনাও রাখি কারণ আমি চুইংগাম খাই না।