বাড়ির কার্নিশে মৌমাছির চাক, কীসের ইঙ্গিত? কারণ অবাক করবে

01 APRIL 2025

BY- Aajtak Bangla

বাড়ির আশেপাশে মৌচাক থাকলে ঘরের ভিতরেও মৌমাছি ঢুকে আসে। মৌমাছি বাড়ির ভিতরে এলে কামড়ানোর ভয় আছে।

মৌমাছির কামড়

মৌমাছির টাকে থাকে ভরপুর মধু। এই মধু সংগ্রহ বিপজ্জনক। অনেকে মধুর লোভে মৌচাক ভাঙতে চান না। 

মৌমাছির মধু

বাস্তু মতে মৌমাছির চাক মোটেও শুভ নয়।

অশুভ ইঙ্গিত

বাড়িতে মৌচাক হলে আর্থিক সঙ্কট দেখা যায়। নানারকম সমস্যা বাড়ায়।

আর্থিক সঙ্কট

অন্যদিকে মৌমাছি কামড়ালে বুঝবেন বড় কোনও ঘটনা এড়ানো গেছে। এমন ছোটখাটো ক্ষত বা যন্ত্রণা থেকে উপশম পেলেই  সুখ আসবে।

সুখ আসবে

এর মানে এই নয় যে যখন মৌমাছি কামড়ালে যখন তখন খুশি হওয়া উচিত যে কিছু বড় ঝামেলা এড়ানো গেছে।

বড় ঝামেলা এড়ান

বরং এর সঠিক চিকিৎসা করতে হবে। ডাক্তারের কাছে যেতে পারেন বা বাড়িতে কিছু ওষুধ প্রয়োগ করতে পারেন। কারণ, অনেক সময় মৌমাছির কামড়ের জায়গায় গভীর ফোলাভাব দেখা দেয়।

চিকিৎসা করতে হবে