BY- Aajtak Bangla
8 NOVEMBER, 2023
সামনেই কালী পুজো। দেশজুড়ে ভিন্ন স্থানে হয় শ্যামা মায়ের পুজো।
নৈহাটির খুব প্রসিদ্ধ হলেন বড় মায়ের মন্দির। প্রায় ৯৪ বছর ধরে চলে আসছে এই পুজো।
বিশ্বাস অনুযায়ী, বড়মার কাছে কিছু মন থেকে চাইলে কাউকেই খালি হাতে ফেরার না মা।
এই মূর্তি প্রায় ২১ ফুটের সমান । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হয় ভক্তের সমাগম।
এবারের নতুন চমক হল কস্টি পাথরের তৈরি বড়মার মূর্তি। যার উচ্চতা প্রায় ৪ ফুট।
১০০ কোটির সোনার গয়নায় সাজানো মাকে দর্শন করতে কখন করা যাবে? জানুন সময়সূচি।
বড়মার কাছে পুজোর সময় সকাল ৮ টা- দুপুর ১ টা, দুপুর ১.৩০ -২.৩০ এবং বেলা ৪ টে- রাত ৮ টা পর্যন্ত।
মন্দিরে মানসিক পুজোর জন্য মন্দিরে ৬ টার পর কথা বলতে পারেন কমিটির সঙ্গে।
মায়ের মন্দিরে দর্শনের জন্য দাঁড়াতে হবে লাইনে। মানতে হবে পুলিশের নির্দেশের।
প্রতি বছরের মতো, এবারও নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন থাকবে মন্দির চত্বরে।