24 September, 2023
BY- Aajtak Bangla
অনেকের মতে, নখের আকার থেকেই কারও ব্যক্তিত্ব বলে দেওয়া সম্ভব। কিছু বিশেষজ্ঞের মতে নখের আকার দেখেই কোনও ব্যক্তির বিভিন্ন অভ্যাস, জীবনযাত্রার ধারণা করে দেওয়া যায়।
সেই ভিত্তিতে আজকের প্রতিবেদনে মোট চার ধরনের নখের বিষয়ে জানতে পারবেন। এই চার ধরনের নখের উপর নির্ভর করে বিভিন্ন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়।
লম্বা নখ, চওড়া নখ, গোলাকৃতির নখ এবং বর্গাকৃতির নখের উপর ভিত্তি করে কারও ব্যক্তিত্ব কেমন, তার একটি ধারণা করা যেতে পারে। তবে এসব পুরোটাই লোকের মুখে প্রচলিত।
নখের আকারের উপর ভিত্তি করে আপনার ব্যক্তিত্ব, ক্ষমতা, দুর্বলতা, স্বভাব, ব্যবহার ও মনোভাবের একটি ধারণা করা যেতে পারে।
যেমন ধরুন, নখ দেখেই ধারণা করা যেতে পারে যে, কোনও ব্যক্তি খুব টেনশন করেন কিনা। আবার একইভাবে কেউ খুব খুঁতখুঁতে কিনা, সৃষ্টিশীল কিনা, সেগুলিও নখের আকার দেখে বলে দেওয়া যেতে পারে।
১. লম্বাটে নখ: অনেকের হাতেই সুন্দর, লম্বাটে নখ থাকে। এমনটা হলে বুঝবেন, এই ধরনের বেশিরভাগ ব্যক্তিই সৃষ্টিশীল, কল্পনাপ্রবণ হন। ছোট ছোট বিষয় নিয়েও তাঁরা অত্যন্ত যত্নশীল হন।
চওড়া নখ: কোনও ব্যক্তির চওড়া, খাটো নখ আছে মানে তিনি বেশ খোলা মনের মানুষ। নিজের মনের ভাব সহজেই প্রকাশ করতে পারেন। এঁদের মনেও যা, মুখেও তা।
গোলাকৃতির নখ: আপনার যদি গোল নখ থাকে, তবে সম্ভবত আপনি খুব কৌতূহলি একজন মানুষ। মানে ধরুন হঠাত্ নতুন কিছু শুনলেন, সঙ্গে সঙ্গে সেই বিষয়ে গুগল করে নেন।
চৌকো/বর্গাকৃতির নখ: এই আকারের নখ থাকা ব্যক্তিরা সাধারণত বেশ স্বাধীনচেতা হন। কারও নির্দেশ মেনে চলা তাঁদের না-পসন্দ। এঁরা সমস্যার সমাধান করার বিষয়েও বেশ পটু।