04 JUNE 2025
BY- Aajtak Bangla
নিম গাছের অজস্র ঔষধিগুণ রয়েছে। নিমের ডাল, নিমের পাতা, নিম কাঠ সবই খুব উপকারী। তেঁতুল গাছ।
এনেকে বিশ্বাস করেন বাড়িতে নিমগাছ থাকলে খুব অশুভ। বাড়িতে মৃত্যু আসে।তেঁতুল গাছ।
নিমপাতার ভেষজ ও ওষধিগুণের সঙ্গে বাস্তুগুণও আছে। তবে বাড়িতে নিমগাছ থাকলে বা নিমের হাওয়া দূরে থাকলেও এর হাওয়া বাড়িতে এলে কী হয়? জেনে রাখা জরুরি।
বাস্তু মতে বাড়ির উত্তর পশ্চিম দিকে নিমগাছ থাকলে তা উপকারী। নিমগাছ পরিবারে শুভ শক্তি, সুস্বাস্থ্য প্রবাহিতকরে।
বাড়িতে নিমগাছ থাকলে বা নিমের হাওয়া এলে অসুস্থতা দূরে থাকে। বাড়ির পূর্ব বা উত্তর দিকে নিমগাছ থাকলে খুব শুভ।
বাড়ির পূর্বদিকে নিমগাছ থাকলে নতুন কাজে সাফল্য আসে। উত্তর দিকে নিমগাছ বড় হলে পজিটিভ এনার্জি ও ধনসম্পদ আসে সংসারে।
বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিকে নিমগাছ থাকলে সংসারের পক্ষে তা অত্যন্ত অশুভ। সে বিষয়েও সতর্ক করেছেন বাস্তু বিশেষজ্ঞরা।
স্নানের জলে নিমপাতা মিশিয়ে রাখলে কেতুদোষ কেটে যায়। বাড়িতে নিমগাছ থাকলে নিয়মিত জল দিন এবং যত্ন করুন। মনে করা হয় এর ফলে শনিদোষ দূর হয়ে যায়।
তাই বাড়িতে নিম গাছ লাগাতে পারেন বা নিমের হাওয়া বাড়ি এলেও কোনও সমস্যায় পড়তে হবে না। উল্টে সংসারের মঙ্গলই হবে।