06 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। কিন্তু কিছু মশলা কখনই রান্নাঘরে একসঙ্গে রাখা উচিত নয়।
নুন এবং হলুদ বেশিরভাগ রান্নাঘরে ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্রে উভয় মশলা একসঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়।
নুন ও হলুদ একসঙ্গে রাখলে সারা ঘরে নেতিবাচক শক্তি বাড়বে। শুধু তাই নয়, বেশিরভাগ কাজেই অসুবিধার সম্মুখীন হতে হবে।
নুন ও হলুদ একসঙ্গে রাখলে ঘরে দুর্ভাগ্য বাড়ে। ভুল করেও দু'টি মশলা একসঙ্গে না রাখা জরুরি।
বাস্তুশাস্ত্রেও উল্লেখ আছে, এই দুটি মশলা একসঙ্গে রাখলে জীবনে অসুবিধা বাড়ে। বেশিরভাগ কাজ বাধাগ্রস্ত হতে শুরু করবে।
রান্নাঘরে নুন রাখার সঠিক উপায় হল কাচের পাত্র বা কৌটোয় রাখা। এছাড়া, নুনের মধ্যে কিছু লবঙ্গ রাখতে পারেন।
হলুদ থেকে নুন আলাদা করতে বাকি মশলা সঙ্গে রাখুন। কিন্তু মশলার কৌটোয় পাশাপাশি এই দুটি রাখবেন না।
বি.দ্র. এখানে প্রদত্ত তথ্য বিশেষজ্ঞ মতামত এবং সাধারণ অনুমানের উপর ভিত্তি করে। আমাদের পক্ষ থেকে কোনও দাবি করা হচ্ছে না।