6 November 2023
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অসীম। যে বাড়িতে তুলসী থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয় বলে মনে করা হয়।
ধার্মিক মতে, তুলসী গাছের রোজ পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
তবে তুলসী গাছ বাড়িতে রাখার কিছু নিয়ম রয়েছে, যেটা মানলে গৃহস্থের প্রভূত লাভ হয়।
কিছু মানুষের বাড়িতে জায়গা কম হওয়ার দরুণ অনেকেই ছাদে তুলসী গাছ রাখেন। তবে বাস্তু অনুসারে, তুলসী গাছ ছাদে রাখলে অশুভ ফল পাওয়া যায়।
যাঁদের জন্মছকে বুধ, অর্থের দিক থেকে সম্পর্ক রয়েছে, তাঁরা যদি ছাদে তুলসী গাছ রাখেন, তবে তাঁদের আর্থিক ক্ষতি হতে পারে।
তুলসী গাছকে ছাদে রাখা শুভ বলে মনে করা হয় না। যাঁদের ছাদে তুলসী গাছ থাকে, ওই বাড়িতে পাখি বা পায়রা বাসা বানায়। যা খারাপ কেতুর সঙ্কেত হতে পারে।
বিশ্বাস করা হয় যে তুলসী গাছ ছাদে রাখলে বাড়ির উত্তর দিশা থেকে পিঁপড়ে বের হতে শুরু করে। এর প্রভাবে বাড়ির উত্তর দিশার দেওয়ালে ফাটল ধরতে শুরু করে।
তুলসী গাছ পূর্ব দিকেও রাখতে নেই। এতে ব্যবসায় ক্ষতি হয়ে থাকে আর পরিবারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।
তুলসী গাছ কখনও দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিমেও রাখা অনুচিত।