বাড়ির এই দিকে তুলসী গাছ গাছ রাখলেই তছনছ জীবন, প্রবল অর্থকষ্টে ভুগবেন

BY- Aajtak Bangla

4 August, 2024

হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব অসীম। এই গাছকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বলে মনে করা হয়।

তুলসীতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। খুবই শুভ বলে মনে করা হয়। 

তুলসী গাছ রাখার কিছু বিশেষ নিয়ম আছে। সেখানে ভুল করলে অশুভ প্রভাব পড়ে পারে।

বাস্তু মতে, পূর্ব দিকে তুলসী গাছ রাখা সবচেয়ে ভাল। উত্তর-পূর্ব দিকেও তুলসী গাছ রাখতে পারেন।

উত্তর বা উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। জীবনে লক্ষ্মীর আশীর্বাদ থাকে।

বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ কখনওই লাগানো বা রাখা উচিত নয়। দক্ষিণ দিককে পূর্বপুরুষের দিক বলে মনে করা হয়। এই দিকে তুলসী গাছ রাখলে অশুভ প্রভাব পড়ে।

দক্ষিণ দিকে তুলসী গাছ রাখলে ঘরে আর্থিক ক্ষতি হতে পারে।

তুলসী গাছের কাছে কখনও কাঁটাযুক্ত গাছ, ফণীমনসা, ক্যাকটাস রাখা উচিত নয়। 

সূর্যগ্রহণ, দ্বাদশী, রবিবার আর মঙ্গলবারে তুলসী গাছ ভাঙা উচিত নয়। আর স্নান না করে কখনওই তুলসী স্পর্শ করা উচিত নয়।