01 MARCH 2025

BY- Aajtak Bangla

রান্নাঘরে এই ২ মশলা পাশাপাশি রাখলে অর্থকষ্টে ডুববেন, জেনে সতর্ক হোন

বাস্তুশাস্ত্রে রান্নাঘর মা অন্নপূর্ণার স্থান। তাই রান্নাঘরের সম্মান করা উচিত। কিছু মশলা কখনই রান্নাঘরে একসঙ্গে রাখা উচিত নয়। এতে সংসারে উন্নতি বাধা পায়।

তবে অনেকেই অজান্তে এই ভুল করে থাকেন।

বাড়িতে এই মশলা একসঙ্গে রাখলে সারা ঘরে নেতিবাচক শক্তি বাড়বে। শুধু তাই নয়, বেশিরভাগ কাজেই অসুবিধার সম্মুখীন হতে হবে।

ঘরে দুর্ভাগ্য বাড়ে। ভুল করেও দু'টি মশলা একসঙ্গে না রাখা জরুরি।

বাস্তুশাস্ত্রেও উল্লেখ আছে, এই দুটি মশলা একসঙ্গে রাখলে জীবনে অসুবিধা বাড়ে। বেশিরভাগ কাজ বাধাগ্রস্ত হতে শুরু করবে।

এই দুটি মশলা হল নুন ও হলুদ। রান্নাঘরে নুন রাখার সঠিক উপায় হল কাচের পাত্র বা কৌটোয় রাখা। এছাড়া, নুনের মধ্যে কিছু লবঙ্গ রাখতে পারেন।

হলুদ থেকে নুন আলাদা করতে বাকি মশলা সঙ্গে রাখুন। কিন্তু মশলার কৌটোয় পাশাপাশি নুন ও হলুদ রাখবেন না। 

যে বাড়িতে এটা মানেন তাদের সংসারে কোনওদিন অশান্তি ঢুকতে পারে না। তাই নুন ও হলুদ সবসময়ে দূরত্বে রাখুন।

বি.দ্র. এখানে প্রদত্ত তথ্য বিশেষজ্ঞ মতামত এবং সাধারণ অনুমানের উপর ভিত্তি করে। আমাদের পক্ষ থেকে কোনও দাবি করা হচ্ছে না।