BY- Aajtak Bangla
4 May 2024
প্রচলিত বিশ্বাস রয়েছে যে, কখনও কাউকে প্লেটে ৩টে রুটি খেতে দেওয়া হয় না। তার কারণ এটি অশুভ।
তাই কাউকে খাবার খেতে দিলে কখনওই ৩টি রুটি দেওয়া হয় না। মনে করা হয়, এতে খারাপ কিছু ঘটবে।
৩টে রুটি কেন প্লেটে পরিবেশন করা হয় না? জানুন আসল কারণ...
হিন্দু ধর্মে এমন কিছু আচার রয়েছে, যা যুগ যুগ ধরে পালন করা হচ্ছে। তেমনই একটা রীতি হল এটা। .
জ্যোতিষ মতে, ৩ নম্বরটি জ্যোতিষশাস্ত্রে ভাল নয়। তাই কখনও ৩টে রুটি প্লেটে রাখবেন না।
কেউ প্রয়াত হলে তাঁর শ্রাদ্ধের সময় যে খাবার পরিবেশন করা হয়, সেখানে একসঙ্গে ৩টি রুটি পরিবেশন করা হয়। ।
তাই কখনওই থালায় ৩টে রুটি রাখবেন না। মনে করা হয়, এতে অশুভ প্রভাব পড়ে।
এই বিশ্বাস থেকেই কাউকে কখনওই প্লেটে ৩টে রুটি পরিবেশন করা হয় না।