এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা পান শনির কৃপা, পরিশ্রমেই আসে সাফল্য
সংখ্যাতত্ত্ব অনুযায়ী মানুষের স্বভাব-প্রকৃতি নির্ভর করে তাঁর জন্ম তারিখের উপর। আর ব্যক্তির জন্ম তারিখকে মূলাঙ্ক ধরা হয়।
১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে। প্রতিটি মূলাঙ্কের জাতক-জাতিকাদের স্বভাব-চরিত্র পরস্পরের চেয়ে আলাদা। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির অধিপতি একটি গ্রহ।
সেভাবে প্রতিটি মূলাঙ্কের অধিপতিও আলাদা আলাদা গ্রহ। তেমনই এই মূলাঙ্কের উপর রয়েছ শনিদেবের আশীর্বাদ।
এই প্রতিবেদনে জানব মূলাঙ্ক ৮-র জাতক-জাতিকাদের খুঁটিনাটি।কারও জন্ম তারিখ ১০ হলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১০।
এই তারিখে জন্মানো ব্যক্তিদের স্বভাব জানুন- মাসের এই তারিখে জন্মানো ব্যক্তিরা সূর্যের কৃপায় হন লাকি, ভাল নেতা।
কারও মাসের ১২ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ১ ও ২-র যোগফল ৩। (মূলাঙ্ক ৩ হলে সেই ব্যক্তি হন বুদ্ধিমান ও সাহসী, বিস্তারিত জানতে ক্লিক করুন- মাসের এই মাসের এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা হন বুদ্ধিমান-সাহসী ) আবার ১৫ তারিখে জন্ম হলে ব্যক্তির মূলাঙ্ক ৬
মূলাঙ্ক ৮ অর্থাৎ কোনও মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মেছেন, এমন ব্যক্তিরা।
শনি মূলাঙ্ক ৮-এর অধিপতি হওয়ার কারণে জাতক-জাতিকারা জটিল, পরিশ্রমী এবং স্বপ্নসন্ধানী হন।
যে কাজে হাত দেন তা শেষ করেই ছাড়েন এই মূলাঙ্কের জাতক-জাতিকারা।