BY- Aajtak Bangla

শিবলিঙ্গে এসব জিনিস দিলেই কপাল খুলবে

16 July 2025

বিশ্বাস করা হয়, শ্রাবণ হল শিবের মাস। তাই এই মাসে ভক্তিভরে মহাদেবের আরাধনা করা হয়।

শিবের আরাধনা

শিবপুজোর সময় শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করলে তুষ্ট হন মহাদেব।

মহাদেব

 বিশ্বাস করা হয়, বেলপাতা দিয়ে শিবের পুজো করলে তুষ্ট হন মহাদেব। শিবলিঙ্গে অন্তত ৩-৫টি বেলপাতা নিবেদন করুন।

বেলপাতা

দই দিয়ে শিবলঙ্গের অভিষেক করলে দাম্পত্য জীবন সুখের হয়।

দই

ভস্ম দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে নেগেটিভ এনার্জি দূর হয়।

ভস্ম

মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে আর্থিক সমস্যা দূর হয়।

মধু

গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করালে পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

গঙ্গাজল

জ্যোতিষ মতে, শ্রাবণ মাসে ঘরে রুদ্রাক্ষ নিয়ে এলে তা শুভ।

রুদ্রাক্ষ

শ্রাবণ মাসে ঘরে গঙ্গাজল রেখে দিন। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বাড়ে।

গঙ্গাজল