BY- Aajtak Bangla

ব্রহ্মাণ্ডে সবসময় শোনা যায় একটি শব্দ, কী সেটা?

16 JULY, 2023

মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড এখনও মানুষের কাছে রহস্যে মোড়া। সেই রহস্য এখনও সমাধান করতে পারেননি কোনও বিজ্ঞানীই।

জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মহাবিশ্বে সর্বদা একটি শব্দ অনুরণিত হয়।

যদিও আগে বিশ্বাস করা হত যে মহাবিশ্বে কোনও শব্দই নেই।

কিন্তু মহাবিশ্বে যে শব্দের অস্তিত্ব রয়েছে সেই সংক্রান্ত ভিডিও শেয়ার করেছেন নাসা এক্সোপ্ল্যানেটস।

অনেকেই এটা বিশ্বাস করেন যে বিশ্বব্রহ্মাণ্ডে 'ওম' ধ্বনি শোনা যায়।

হিন্দু ধর্মে 'ওম'-এর স্থান সর্বশ্রেষ্ঠ। ওম খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ।

হিন্দুধর্মের সমস্ত মন্ত্র 'ওম' দিয়ে শুরু হয়ে থাকে।

'ওম' শব্দটি তিনটি ধ্বনি দিয়ে গঠিত-A,U,M। এটা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের প্রতীক।

হিন্দু,বৌদ্ধ ও জৈনদের সমস্ত মন্ত্রই শুরু হয় ‘ওম’ ধ্বনি দিয়ে। ধ্যানের অন্যতম মন্ত্রও ‘ওম’। উপনিষদে ‘ওম’ হল পরমব্রহ্ম।

বিশ্বব্রহ্মাণ্ডে নাকি এই ‘ওম’ শব্দটি শোনা যায় বলে, দাবী করেছেন বিজ্ঞানীরা।

তবে বিজ্ঞানীদের মতে, মহাকর্ষীয় তরঙ্গের কারণে এই শব্দ উৎপন্ন হয়ে থাকে।