16 APRIL 2024
BY- Aajtak Bangla
আচার্য চাণক্য বলেছেন, মা-বাবার কখনই সমাজে তার সন্তানের প্রশংসা করা উচিত নয়।
চাণক্য বলেছেন, নিজের প্রশংসা করা সঙ্গত নয়, তেমনি একজন পিতার পক্ষে একজন গুণী সন্তানের প্রশংসা করা সঙ্গত নয়।
সন্তানকে উৎসাহ দেওয়া বাবার দায়িত্ব কিন্তু সন্তানের গুণাবলী সমাজে বলা উচিত নয়।
সন্তানকে উৎসাহ দেওয়া বাবার দায়িত্ব কিন্তু ছেলের গুণাবলী সমাজে বলা উচিত নয়।
আচার্য চাণক্য বলেন, অনেক সময় এমন মানুষকে নিয়ে সমাজে ঠাট্টা করা হয়, যা পরবর্তীতে মানসিক সমস্যা সৃষ্টি করে।
সন্তান যদি গুণী হয় তাহলে সবার সামনে তার গুণের কথা বলার দরকার নেই।
এমন সন্তানের প্রশংসা করলে এমন অনেক লোক থাকতে পারে যারা কথায় বিশ্বাস করে না। উল্টে নেতিবাচক ভাবে।
তাই এটা না করাই ভালো। ছেলে মেধাবী হলে সে আপনাআপনিই সমাজে বিখ্যাত হয়ে যাবে।
যে ঘরে গুণী পুত্র থাকে সেখানে সর্বদা সমৃদ্ধি থাকে। সেই ঘর সমাজেও সম্মানিত।