BY- Aajtak Bangla

এই পাখি বাড়িতে আসা মানে মা লক্ষ্মী এসেছেন, একদম তাড়াবেন না

March 11, 2024

বাড়িতে পাখি আনলে তাদের কিচিরমিচির আওয়াজ পরিবেশকে সতেজতা এবং ইতিবাচকতায় ভরিয়ে দেয়।

এমনকি বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে বাড়িতে কিছু পাখি আসলে তা শুভ বলে মনে করা হয়।

জেনে নিন বাড়িতে কোন পাখি আনলে আর টাকা পয়সার সমস্য়া থাকবে না।

বাড়িতে তোতাপাখি আনুন এতে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে।

বাস্তু অনুসারে পাখিদেরও শক্তি থাকে এবং তাদের ঘরে আসা অনেক শুভ ও অশুভ লক্ষণ দেয়।

 আসলে পাখির কিচিরমিচির খুব মিষ্টি লাগে। যদি তারা ঘরে আসে বা বাসা তৈরি করে তবে এর একটি শুভো লক্ষণ।

একটি তোতাপাখি আপনার বাড়িতে আসা মানে আপনি অর্থ লাভ করতে যাচ্ছেন।

এছাড়া বাড়িতে লক্ষী পেঁচা আসাও শুভ লক্ষণ।  এই পাখি বাড়ির চারপাশে ঘুরলে তা শুভ সঙ্কেত দেয়।

দেবী লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ এটি। ঘরে পেঁচা দেখা গেলে তাকে তাড়িয়ে দেবেন না।