BY- Aajtak Bangla
24 FEBRUARY, 2025
বাড়িতে ময়ূরের পালক রাখা খুব শুভ বলে মনে করা হয়।
বিশ্বাস অনুযায়ী, যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে সবসময় ইতিবাচকতা থাকে।
বাস্তুশাস্ত্রে বাড়ির কিছু বিশেষ স্থানে ময়ূরের পালক রাখা আরও বেশি শুভ। এটা করলে মঙ্গল হয় সংসারের।
জেনে নিন, বাড়ির কোন স্থানে ময়ূরের পালক রাখলে সমৃদ্ধি দ্বিগুণ হয়। টাকার অভাব হয় না।
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যে স্থানে ঠাকুর ঘর ঠাকুরের আসন রয়েছে, সেখানে ময়ূরের পালক রাখা খুবই শুভ।
পুজোর স্থানে ময়ূরের পালক রাখলে ঘরে সমৃদ্ধি আসে। পরিবারের সদস্যদের উন্নতি হয়।
এছাড়াও ময়ূরের পালক রাখলে ইতিবাচক শক্তি আসে। নেতিবাচক শক্তি ঘরে থাকে না।
এই স্থানে দেবী লক্ষ্মীর মূর্তির কাছে ময়ূরের পালক রাখা ভাল বলে মনে করা হয়। এতে আর্থিক সমস্যা দূর হয়।
নিরাপদে বা যেখানে টাকা রাখেন, সেখানে ময়ূরের পালক রাখা শুভ। এতে সম্পদ বৃদ্ধি পায়।
বাড়ির প্রধান গেটে ময়ূরের পালক লাগানো শুভ বলে মনে করা হয়। এটি করলে ঘরে সর্বদা শান্তি ও সুখ থাকে।