03 DECEMBER, 2024
BY- Aajtak Bangla
নামের শেষে যাদের A, E, I, O, U, এদের স্বভাব বোঝা খুবই সহজ।
এরা খুব আবেগপ্রবণ এবং সম্পূর্ণ সততার সঙ্গে তাদের কাজ করে।
এদের জীবনে আবেগের অনেক গুরুত্ব আছে।
এই সংযোগ অতিরিক্ত চিন্তা বা হতাশার কারণ হতে পারে।
এই ধরনের মানুষদের পরিবারের সঙ্গে আলাদা ধরনের বন্ধন আছে।
কিন্তু পরিবার থেকেও তারা তেমন গুরুত্ব পায় না।
এরা সেইসব লোক যারা প্রতিটি কাজই অত্যন্ত দক্ষতার সঙ্গে করে।
এরা তাদের আত্মীয়, ভাই, বন্ধু বা অন্য কারও সঙ্গে খুব আন্তরিকভাবে আচরণ করে।
তাদের নিজস্ব বাড়ি হয়। তাদের প্রেম জীবনে অনেক উত্থান-পতন আছে।
তবে মজার বিষয় হল, প্রেমের সম্পর্কে থাকলেও এরা এক পুরুষ বা নারীতে খুশি থাকেন না। অনেক সঙ্গ লাগে।