28 june, 2023
BY- Aajtak Bangla
লোকটা সুবিধের? বুঝবেন পায়ের আঙুল দেখে, মিলিয়ে নিন
হাতের রেখার মতো পায়ের পাতার আঙুল দেখেও বোঝা যায় ব্যক্তির ব্যক্তিত্ব।
পায়ের পাতার গঠন প্রত্যেক মানুষের ভিন্ন থাকে, সকলের এক থাকে না।
জেনেনিন আপনার পায়ের আঙুল আপনার ব্যাক্তিত্ব সম্পর্কে কী তথ্য দিচ্ছে।
অনেকে আছে যাদের পায়ের আঙ্গুল সমান হয় তারা খুব সামাজিক ও ভ্রমণ প্রেমিক হয়।
আঙুল যদি আয়তক্ষেত্রকার আকারের থাকে তারা শান্ত হন এবং চিন্তা করে সিদ্ধান্ত নেন।
যদি বর্গাকার হয় তাহলে তারা খুব নির্ভর যোগ্য এবং ব্যবহারিক মানুষ হন।
যাদের দ্বিতীয় আঙুলটি বুড়ো আঙুলের থেকে বড়ো হবে, তারা খুব উত্সাহী এবং অনুপ্রেরণা মূলক হয়।
যাদের আঙুলগুলি একেওপরের কাছাকাছি তারা গোপনীয়তা পছন্দ করে না।
ঠিক এইভাবেই আঙুল দেখে জানতে পারবেন একটি মানুষের ব্যক্তিত্ব
Related Stories
সহজে মহিলাদের মনে ছাপ ফেলতে পারে এসব ছেলেরা, বলছেন চাণক্য
বালিশের নীচে এক টুকরো ফিটকিরি, তারপর যা হবে...
শনিবার 'নিরামিষ' কেন খেতে হয়? জানুন বিজ্ঞানসম্মত কারণ
বিবাদ বাড়বে বৃষের, অর্থ ভাগ্য ভাল বৃশ্চিকের,জানুন আজকের রাশিফল