BY- Aajtak Bangla

বাস্তু মেনে পোষ্য রাখুন বাড়িতে, ফিরে পাবেন হারানো সুখ- শান্তি 

27 FEBRUARY, 2024

বাড়িতে পোষ্য রাখা অনেকেই শখ। ধীরে ধীরে তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে ওঠে।

কুকুর, বিড়াল, পাখি, মাছ নানা ধরনের পোষ্যই রাখেন অনেকে বাড়িতে। 

তবে সুখ-সমৃদ্ধির জন্য কোন পোষ্য রাখা ঠিক বাস্তুশাস্ত্র অনুযায়ী? জানুন...

 কুকুর তো আমরা সবাই পুষি, তবে কালো কুকুর বাড়িতে রাখা সবচেয়ে ভাল। এতে শনির দৃষ্টি কাটে। 

জ্যোতিষ মতে বাড়িতে ঘোড়া রাখাও ভাল। এতে কখনও অর্থ সংকট হয় না। 

পাখি যদি রাখতেই চান তাহলে টিয়া রাখুন। এই পাখি যে কোনও সমস্যা আগে থেকেই আমাদের জানিয়ে দেয়। 

বাড়িতে সুখ-সমৃদ্ধি চাইলে, অবশ্যই খরগোশ রাখুন। তবে সবসময় জোড়া খরগোশ রাখবেন। 

মাছও রাখতে পারেন। মনে করা হয় পরিবারে আগত সংকট মাছ নিজের ওপর নিয়ে নেয়। 

বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখতে গরু রাখুন। সনাতন ধর্মে গরুকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। 

এছাড়াও রাখতে পারেন কচ্ছপ, সাদা ইঁদুর, এতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।