BY- Aajtak Bangla
15 FEBRUARY, 2024
বাড়ির আশেপাশে থাকা প্রত্যেকটি সজীব ও জড় বস্তুর কিছু না কিছু প্রভাব আছে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে।
বাস্তুশাস্ত্রে এইসব জিনিসের প্রভাবকে বিস্তারিত ভাবে ব্যাখা করা হয়েছে।
কোন প্রাণী বাড়ির জন্য ভাল, আর কোন প্রাণী অশুভ তাও বলা হয়েছে বাস্তুশাস্ত্রে।
বাড়িতে বিভিন্ন পশু-পাখি আসে, যার মধ্যে অন্যতম হল পায়রা।
বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে এদের, কখনও বাড়িতেই বানিয়ে নেয় বাসা।
পায়রাকে ঈশ্বরের দূত বলে মনে করা হয়। বাস্তু মতে পায়রার পালক বাড়িতে রাখলে নাকি আর্থিক উন্নতি হয়।
বাড়িতে পায়রা আসার মনে হল, জীবনে নিশ্চয়ই কোনও সুখবর আসতে চলেছে।
পায়রা বাড়িতে ডিম পাড়লে, সেটাকে অনেকেই সুখবরের আগমনী বার্তা হিসাবে ভেবে থাকেন।
বাড়িতে পায়রা পালক ফেলে গেলে মনে করা হয় উপহার দিয়ে গেছে।