BY- Aajtak Bangla

এ বছর পয়লা বৈশাখ ঠিক কবে? নববর্ষ কোন দিন? রইল

17 MARCH, 2025

দোলযাত্রা মিটল। এবার অপেক্ষা বাঙালির নববর্ষের। মার্চ শেষ হলেই এপ্রিলে পয়লা বৈশাখের আনন্দ।

পয়লা বৈশাখ কবে?

পয়লা বৈশাখ গোটা দেশেই নানা ভাবে নানা রীতিতে পালন করা হয়। ওই দিনই বাঙালির নতুন বছর।

আসছে বাংলা নববর্ষ

বাংলা নববর্ষ ২০২৫ ঠিক কত তারিখ পড়েছে চলতি বছরে?

নববর্ষ কত তারিখে?

পয়লা বৈশাখ সাধারণত ১৪ বা ১৫ এপ্রিল পালিত হয়। ২০২৫ সালে পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল।

এ বছর পয়লা বৈশাখ কবে?

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৩২ সাল শুরু হতে চলেছে। যা বাঙালির নতুন বছর।

নতুন বছর আসছে বাঙালির

পয়লা বৈশাখ মানেই বাঙালির হালখাতার দিন।

বাঙালির হালখাতা

ব্যবসায়ীরা নতুন খাতা শুরু করেন, পুরনো খাতা বন্ধ করে।

নতুন খাতার দিন

খাতার উপর পুরোহিত একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেন ৷ এই চিহ্ন অত্য়ন্ত শুভ হিসাবে মনে করা হয় ৷

নতুন খাতার দিন

এবারে পয়লা বৈশাখ পড়েছে সপ্তাহের শুরুতে। অর্থাত্‍ ১৫ এপ্রিল পড়েছে মঙ্গলবার।  

মঙ্গলবার পয়লা বৈশাখ