05 April, 2024

BY- Aajtak Bangla

গাড়িতে ভগবানের নাম লেখা উচিত? প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন...

আমরা প্রায়ই দেখি মানুষ তাদের গাড়ি বা বাইকে ঈশ্বরের নাম। লিখে রাখে। বাবা স্বামী প্রেমানন্দ মহারাজ, সম্প্রতি এ ব্যাপারে তাঁর মতামত দিয়েছেন।

প্রেমানন্দ মহারাজ বলেছেন যে কিছু লোক তাদের উভয় হাতে ঈশ্বরের নাম লেখা থাকে। মেহেদি লাগাতে গেলে তার গায়ে রাধা-রাধা লেখা পাওয়া যায়।

হাতের উপর লেখা নাম সঙ্গে সঙ্গে মোছা যায় না। এটা একটা বড় অপরাধ। অজ্ঞতার কারণে মানুষ এটা না বুঝেই করে ফেলে।

বাথরুমে যেন ওই স্কার্ফ না ধুয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এমন হলে তখন তা গঙ্গা বা যমুনায় ধুতে হবে।

প্রেমানন্দ মহারাজ আরও বলেন, 'একইভাবে মানুষ গাড়িতেও ভগবানের নাম লেখা থাকে।

গাড়ি ধোয়ার সময় ঈশ্বরের নামে জলও ব্যবহার করা হয়। সেই জল পড়ে পায়ের নিচে চলে আসে। এটা একটা বড় অপরাধ।

একইভাবে মোটরসাইকেলের পেছনেও ঈশ্বরের নাম লেখা রয়েছে। পা তুলে মোটরসাইকেলে চড়েন। এটা অজ্ঞতা। সতর্ক থাকতে হবে।

প্রেমানন্দ মহারাজ বলেছেন যে এই একই নাম যা ঈশ্বর লাভের পথ খুলে দেয়। আমরা যতটা সম্ভব এই নামটিকে সম্মান করব। যতটা ভালোবাসো। আমাদের জন্য ততই ভালো হবে।