11 October, 2023
BY- Aajtak Bangla
পুজোয় সিঁদুর, কর্পূর ও মধু সবথেকে বেশি ব্যবহার হয়।
এগুলিতে অনেক সময় ভেজাল থাকে। মনে রাখবেন দেবতাকে সমসময় খাঁটি জিনিস অর্পণ করবেন।
আসল না নকল শনাক্ত করার কিছু পদ্ধতি আছে।
হাতে সিঁদুর ঘষুন, যদি এটি ফুঁ দিয়ে উড়ে যায় তবে এটি আসল।
নকল সিঁদুর ফুঁ দিলে এর কণা হাতে লেগে থাকে।
আসল কর্পূরের সুগন্ধ শক্তিশালী, যা পোড়ালে গলে যায়।
নকল কর্পূর পুরোপুরি পুড়ে যায় না, তার ছাই থেকে যায়।
মধু খাঁটি হলে তা পুরু হবে। এছাড়াও, খাঁটি মধু বুড়ো আঙুলে জমা থাকবে।
যেখানে ভেজাল মধু ছড়িয়ে যাবে।