07 AUG, 2023

BY- Aajtak Bangla

এই সময় করবেন না পুজো, হতে পারে অমঙ্গল

শাস্ত্রে পুজো পাঠের সঠিক নিয়ম বলা হয়েছে। ভগবানের পুজো সঠিক সময়ে না করলে তার ফল পাওয়া যায় না।

ভগবানের পুজোর জন্য সবচেয়ে ভালো ব্রহ্ম মুহূর্তকে মানা হয়ে থাকে।

ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকে।

এই সময় করা পুজো সরাসরি ইষ্ট দেবতা পর্যন্ত পৌঁছায়। ব্রহ্ম মুহূর্তে মন ও শরীর শুদ্ধ, শান্ত থাকে, এতে পুজোয় একাগ্রতা থাকে।

দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৪টে পর্যন্ত পুজো করতে নেই। এটা পূর্বপুরুষদের পুজোর সময় বলে মনে করা হয়।

শাস্ত্র অনুসারে, দুপুরে ভগবানের বিশ্রাম করার সময় তাই এই সময় পুজো করলে তা স্বীকার করা হয় না।

আরতির সময় ভগবানকে পুজোর সামগ্রী নিবেদন করবেন না। কারণ এই সময় ভক্ত ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সাধনের প্রয়াস করছেন।

আরতির মাঝে পুজো করলে ভক্ত ও ভগবানের মধ্যে বিঘ্নের সৃষ্টি হয়, যা ভুল বলে বিবেচিত হয়।

ঋতুস্রাবের সময় মহিলাদের পুজো করার ওপর নিষেধাজ্ঞা থাকে। এই সময় শরীর অপবিত্র থাকে।

যাদের বাড়িতে জন্ম বা মৃত্যু হয়েছে তাদেরও সূতক সময়ে পুজো করা উচিত নয়। সূতককে অশুভ বলে মনে করা হয়।