5 November 2023

BY- Aajtak Bangla

রাহু-কেতুর গোচর, এই রাশিতে এক মাস সাংঘাতিক প্রভাব

৩০ অক্টোবর, সোমবার রাহু কেতু স্থান পরিবর্তন করেছে। রাহু কেতুর মহাপরিবর্তন প্রায় দেড় বছরে একবার হয়। 

প্রকৃতপক্ষে রাহু মেষ থেকে মীন রাশিতে এবং কেতু কন্যা থেকে তুলা রাশিতে চলে যাবে। 

রাহু কেতুর গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কথিত যে, রাহু এবং কেতু যে রাশিতে প্রবেশ করে, সেই রাশির ভাগ্য পরিবর্তন করে। 

রাহু কেতু শক্তিশালী অবস্থানে থাকলে সেই জাতকের দুর্ভাগ্য কেটে যায়। আবার রাহু-কেতুর অবস্থান দুর্বল হলে করা কাজও পন্ড হয়ে যায়। 

আসুন, জেনে নেওয়া যাক, রাহু ও কেতুর মহাপরিবর্তনে কোন রাশি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। 

মীন: রাহু ও কেতু উভয়েরই মীন রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। আসলে, কেতু তার রাশিচক্র পরিবর্তন করে মীনে,এবং রাহু মীনের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

এই স্থান পরিবর্তনের কারণে মীন রাশির জাতকের আত্মবিশ্বাসের অভাব হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। সম্পর্ক-প্রেমে অবনতি হতে পারে। 

ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। 

জমি বা বাড়ি কেনার পরিকল্পনা থাকলে অপেক্ষা করে যান। অন্যথায় লোকসান হতে পারে। 

স্বাস্থ্যে নজর দিন। গাড়ি-মোটরবাইক চালানোর সময়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন।