28 JUNE, 2023
BY- Aajtak Bangla
হিন্দুদের নানা পার্বণের মধ্যে একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন।
সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়।
মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই।
যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের।
এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৩০ অগাস্ট, বুধবার। পূর্ণিমা তিথি লাগছে ৩০ অগাস্ট, সকাল ১০/২৬/০-এ এবং থাকবে ৩১ অগাস্ট সকাল ৭/৫৮/১৩ মিনিট পর্যন্ত।
রাখি বন্ধনের মাহেন্দ্রযোগ - দিবা ঘ ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে।
রাখি বন্ধনের অমৃত কাল রাত্রি ঘ ১২/৮৩ গতে ৩/৪ মধ্যে।
রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা।
অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে।