BY- Aajtak Bangla

৩০ নাকি ৩১? কবে রাখি পরানোর শুভ মুহূর্ত জানুন

28 AUGUST, 2023

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই বছর ৩০ ও ৩১ অগাস্ট দুদিন রাখি পূর্ণিমা পালন করা হবে।

এইদিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা রাখি পরিয়ে থাকেন।

তবে দুদিন রাখি উৎসব পালন হওয়ার কারণে অনেকেই বুঝতে পারছেন না কবে রাখি পরানো উচিত।

শাস্ত্র মতে, রাখি উৎসব কখনই ভদ্র কালে পালন করা উচিত নয়। এটা খুবই অশুভ বলে মনে করা হয়।

রাখি উৎসবের ওপর ভদ্রের ছায়া ৩০ অগাস্ট রাত ৯টা বেজে ২ মিনিট পর্যন্ত থাকবে। এরপর রাখি বাঁধার জন্য উপযুক্ত সময় শুরু হবে।  

৩১ অগাস্টে সকাল ৭টা বেজে ৫ মিনিটের আগে পর্যন্ত রাখি বাঁধা যাবে।

এর অর্থ, রাখি বাঁধার জন্য ৩০ অগাস্ট রাত ৯টা ২মিনিটের পর থেকে শুভ সময় পাচ্ছেন অথবা ৩১ অগাস্ট সকাল ৭টা ৫ মিনিটের আগেই রাখি পরাতে হবে। 

কথিত আছে যে, রাজসূর্য যজ্ঞের সময় ভগবান শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদী রক্ষাসূত্র রূপে নিজের শাড়ির আঁচলের টুকরো বেঁধে দিয়েছিলেন।

এরপরই বোনের দ্বারা ভাইয়ের হাতে রাখি পরানোর পরম্পরা শুরু হয়ে যায়।