22 January, 2024

BY- Aajtak Bangla

রামের এই ছবি বাড়িতে রাখলে সৌভাগ্য চিরস্থায়ী হয়

অনেক বাড়িতেই প্রভু শ্রী রামের ছবি রাখেন। সঠিক ছবি রাখতে পারলে রামের কৃপায় সুখ ও সমৃদ্ধি লাভ হয়।

রামের বাম পাশে স্ত্রী সীতা, ডান পাশে ভাই লক্ষ্মণ ও ভক্ত হনুমানের ছবিকে এক সঙ্গে রাম দরবার বলা হয়।

রাম দরবারের ছবি মন্দিরের পূর্বের দেওয়ালে টাঙাতে হয়। এতে বাস্তু দোষ মুক্তি মেলে।

রাম দরবার পুজো পদ্ধতি জেনে রাখুন। কীভাবে করবেন, তাতে মিলবে সৌভাগ্য-সমৃদ্ধি

সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরুন

এরপর গঙ্গাজল দিয়ে শ্রী রাম দরবার পরিষ্কার করুন

এবার রাম দরবারে বস্ত্র নিবেদন করুন, ফুল নিবেদন করুন

এবার রাম দরবারেকে নিয়ম মেনে যথাযথভাবে পুজো করা উচিত

শেষে আরতি ও প্রসাদ বিতরণ করা উচিত

তবে মথায় রাখতে হবে, অন্য কোনও দিকে রাম দরবারের ছবি লাগানো শুভ নয়।