22 January 2024
BY- Aajtak Bangla
শুধু অযোধ্যা বা ভারত নয়, আজ সারা বিশ্বই রাম ভজনায় মজে আছে বলে মনে হচ্ছে।
সবার মুখেই রাম নাম। দেশের বিভিন্ন স্থানে র্যালি বের হচ্ছে, পুজো -অর্চনা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে দেখুন অযোধ্যার রাম মন্দিরে বিরাজমান ভগবান রামের মনোমুগ্ধকর ছবি।
৫০০ বছরের যুদ্ধের পরে আজ ভগবান রাম অযোধ্যায় এসেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন।
আজ, রামলালার সেই ছবিগুলিও সামনে এসেছে, যা মানুষ বহুদিন ধরে দেখতে চেয়েছিল।
এই ছবিগুলিতে, রামলালাকে তাঁর মাথায় সোনার মুকুট, কপালে তিলক এবং দুই হাতে সোনার ধনুক এবং তীর নিয়ে দেখা যাচ্ছে।
রামলালার এই অবতার দেখে মনে হয় যেন স্বয়ং ভগবান রাম পৃথিবীতে অবতরণ করেছেন।
রামলালার ছবি দেখে সবাই মুগ্ধ। এই ছবিগুলোও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।