27 November, 2023
BY- Aajtak Bangla
শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম এক ঐশ্বরিক অনুভূতি। জীবাত্মা ও পরমাত্মার মিলন। প্রকৃতির সঙ্গে আত্মার মিলন।
পুরান অনুযায়ী, শৈশবকাল থেকেই শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় হল, তাঁর বাঁশি ও রাধা।
কৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। শ্রীকৃষ্ণের বাঁশির নাম মহানন্দা বা সম্মোহিনী।
কীভাবে তৈরি হয়েছিল শ্রীকৃষ্ণের বাঁশি? শাস্ত্র বলছে, ভগবান শিব মহর্ষি দধীচির হাড় থেকে শ্রীকৃষ্ণের বাঁশি তৈরি করেছিলেন।
ভগবান শিব যখন বালক কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন, তখন সেই বাঁশিটি তাকে উপহার হিসাবে দেওয়া দিয়েছিলেন।
শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা পাওয়া যায় খুব অল্প।
স্ত্রী রুক্মিণীকে নিয়ে দ্বারকায় কৃষ্ণ বাস করলেও রাধার প্রাণ আকুল হয়ে থাকত।
রাধার ইচ্ছে মতো শ্রীকৃষ্ণ তাঁর সঙ্গে দেখা করেন জীবনে শেষ প্রান্তে এসে।
কথিত আছে, বাঁশির সুর শুনে রাধা দেহত্যাগ করেছিলেন।
ভগবান শ্রীকৃষ্ণ এ কথা জানলেও রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার বাঁশি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন।
তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারাজীবন কোনও দিন বাঁশি বাজাননি।