23 MAY 2025
BY- Aajtak Bangla
বাড়িতে ইঁদুরের উৎপাত? বাড়িতে ইঁদুর আসা শুভ নাকি অশুভ? অনেকেই জানেন না।
হিন্দু ধর্মে ইঁদুরকে গণেশের বাহন হিসেবে পুজো করা হয়। ধর্মীয় দৃষ্টি থেকে ইঁদুরকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
তাই মন্দিরে ইঁদুরের উপদ্রব দেখা দিলেও ইঁদুর কখনও মারা হয় না। কিছু মন্দিরে ইঁদুরের নিয়মিত পুজো করা হয়ে থাকে।
ঘরে ইঁদুর ঢুকলেও অনেক সময় মারা হয় না। খাঁচা কিনে এনে পুরে দেওয়া হয়।
ঘর থেকে বের হওয়ার সময় ইঁদুর দেখতে পেলে তা অশুভ লক্ষণ।
তবে বাড়িতে ইঁদুর প্রবেশ করলে বা গর্ত বানিয়ে বসবাস করতে শুরু করলে ভবিষ্যতের জন্য খুব অশুভ লক্ষণ।
বিশ্বাস করা হয়, এর মাধ্যমে শত্রুরা সক্রিয় হতে পারে ও ষড়যন্ত্রের ফাঁদে পড়তে পারে।
বাড়িতে হঠাত্ করে ইঁদুরের সংখ্যা বাড়তে শুরু করলে বা ঘরে হাঁটতে হাঁটতে ইঁদুর দেখলে বুঝবেন খুব শীঘ্রই বড় ক্ষতি হতে চলেছে। এটি দারিদ্যের লক্ষ্মণ।