০1 July, 2024
BY- Aajtak Bangla
রথযাত্রা একটি অতি জাগ্রত ও পুণ্য তিথি। যাতে কোনও কার্যদোষ হয় না।
হিন্দু শাস্ত্রে রথযাত্রার দারুণ গুরুত্ব রয়েছে। এদিন কী করলে আপনার কপাল ফিরবে আসুন জেনে নিই।
১) রথযাত্রার দিন যে কোনও জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনও একটা ফল অবশ্যই প্রদান করুন।
২) এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসি পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে।
৩) রথযাত্রার দিন সকালে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে লাল কাপড়ে সাতটা লবঙ্গ, দুটো কর্পুর, একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে জগন্নাথদেবের মন্দিরে অর্পণ করুন।
৪) এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পুর ও দুটো লবঙ্গ জ্বেলে জগন্নাথদেবের যে কোনও মন্দিরে অর্পণ করুন।
৫) এই দিন পাঁচটা শিশুকে তাঁদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন।
৬) রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে, যদি সম্ভব হয় জগন্নাথদেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন।
৭) বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে, পজেটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কর্পুর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এককোণে রেখে আসুন।