06July, 2024
BY- Aajtak Bangla
সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথের রথ ঝাড় দেওয়া হয়, কাল থেকে শুরু হতে চলেছে দ্রব্য রথযাত্রা
ভগবান জগন্নাথের রথযাত্রা ৭ জুলাই অর্থাৎ কাল শুরু হতে চলেছে এই রথযাত্রার সমাপ্তি হবে 16 জুলাই শাস্ত্র অনুযায়ী বিশেষ গুরুত্ব রয়েছে এই রথযাত্রার
এই যাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে বসিয়ে যাত্রা করানো হয়। এই পবিত্র রথের মন্ডপে সোনার ঝাড়ু দিয়ে সাফাই করা হয়।
জগন্নাথের রথের নিমের কাঠ দিয়ে তৈরি হয় এবং এর মধ্যে ১৬ চাকা থাকে। যখন এই রথ প্রস্তুত করা হয়, তখন পুরীর রাজা গজপতির পালকি আসে। তিনি পুজো করেন।
একটা পুরনো পরম্পরা রয়েছে যে রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের মন্ডপ পরিষ্কার করবেন এরপরে রথযাত্রা রাস্তা এভাবে পরিষ্কার করা হয়।
বলা হয় ভগবান জগন্নাথ নিজের ভাই বোনের সঙ্গে যে রথে সওয়ার থাকেন, তার মধ্যে কোন পেরেক লাগানো হয় না।
জগন্নাথযাত্রায় মোট তিনটি রথ থাকে। তার মধ্যে সবচেয়ে উঁচু রথ ভগবান জগন্নাথের। এই রথের নাম নন্দীঘোষ। তার উচ্চতা ৪৫.০৫ ফুট হয়।
বলরামের রথের নাম তালধ্বজ। যার উচ্চতা ৪৫ ফুট। সুভদ্রার রথের নাম দর্পদলন তার রথের উচ্চতা ৪৪.০৬ ফুট।
এই রথ বানানোর জন্য কাঠের বাছাই করা হয় বসন্ত পঞ্চমীর দিন। সমস্ত সামগ্রী তৈরি করার পরে, তৈরি করার কাজ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়।