06 MARCH 2025
BY- Aajtak Bangla
বিড়াল নিয়ে অনেক রকম কুসংস্কার রয়েছে। শুধু ভারতেই নয় বিভিন্ন দেশে বিভিন্ন কুসংস্কার আছে। কেউ কালো বিড়ালকে অশুভ বলে মনে করেন। আবার কেউ মনে করেন বিড়ালের কান্না খুব খারাপ।
শকুন শাস্ত্র মতে ভবিষ্যতে কোনও অঘটন ঘটতে চললে তার আভাস দিতে বাড়ির আশেপাশে বিড়াল একনাগাড়ে কেঁদে চলে।
শকুন শাস্ত্র আরও বলে, বাড়ির বাইরে বিড়ালে কাঁদে তা মোটেও শুভ নয়। কোনও মৃত্যু ঘটতে চললে বিড়াল আঁচ করতে পারে।
তবে অনেকে জানে না, সাদা বিড়াল বাড়ি ঢুকলে কী হয়।
শাস্ত্র মতে, সাদা বিড়াল হল দেবী লক্ষ্মীর প্রতীক। বলা হয়, ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখলে, অর্থ আগমনের ইঙ্গিত দেয়। বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় সেখানে বিড়াল ঘুরলে বুঝতে হবে, দেবী লক্ষ্মী সদয় হয়েছেন।
সাদা বিড়াল সৌভাগ্যের প্রতীক।
কোথাও যাওয়ার সময় পথে সাদা বিড়াল দেখতে পেলে তা সাফল্যের ইঙ্গিত।
অনেকে মনে করেন, সাদা বিড়াল ঘরে ঢুকে দুধ খেয়ে গেলে তা ভালো আর্থিক অবস্থার লক্ষণ বলেও মনে করা হয়।
তবে সাদা হোক বা কালো কোনও বিড়ালই বৈজ্ঞানিক মতে খারাপ নয়। সাদা বিড়াল রাস্তা কাটলেও কোনও ক্ষতি নেই।