5 April, 2025
BY- Aajtak Bangla
ঘরের ভেতর পিঁপড়ের সারি দেখা যাওয়াটা খুব সাধারণ একটা বিষয়। কিন্তু সেটা নিয়ে মাথা ঘামায় না কেউই।
কিন্তু বাস্তুশাস্ত্রে ঘরে পিঁপড়ে আসাকে কী বলা হয় জানেন? ঘরে পিঁপড়ে দেখতে পাওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।
ঘরে কালো এবং লাল পিঁপড়ে আসার তাৎপর্য ভিন্ন হয়। ঘরের কোন কোণে কোন পিঁপড়ে দেখা শুভ বা অশুভ, এবং এদের দেখলে ঠিক কী উপায় করতে হবে, তা নিয়ে বাস্তুশাস্ত্র কী বলছে জেনে নিন।
বাড়িতে লাল পিঁপড়ে দেখা খুবই অশুভ। আপনি ঋণে জড়াতে পারেন।
লাল পিঁপড়ে যদি মুখে করে চিনি নিয়ে যায় তা হলেও ভাল ফল পাবেন।
অনেকেই পিঁপড়ের সারি দেখলে তা ভেঙে দেন, এই কাজটি ভুলেও করবেন না।
পিঁপড়ে দেখলে আটা বা ময়দার ছোট ছোট গুলি তৈরি করে তাদের মুখের সামনে নিন। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন।
লাল পিঁপড়ে দেখলে ঘর থেকে বের করে দিন, কিন্তু সাবধানে মেরে ফেলবেন না।