14 August, 2024
BY- Aajtak Bangla
বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ভাই-বোনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অনেক সময় ভাই-বোনের মধ্যে কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়।
শাস্ত্র মতে, এমন পরিস্থিতিতে রাখির দিনে কিছু উপায় করলে সম্পর্কে পুরনো স্নেহ ও ভালোবাসা ফিরিয়ে আনা যায়। কী উপায় করবেন? জেনে নিন
কৃষ্ণ ও সুভদ্রার জন্য রাখি ভাই-বোনের সম্পর্ককে মজবুত করার জন্য একটি সহজ উপায় করতে পারেন। এ দিন কৃষ্ণ ও সুভদ্রার নামে একটি রক্ষাসূত্র বাঁধতে ভুলবেন না।
ভাই ও বোন উভয়েই এই উপায় করতে পারেন। এর পর প্রার্থনা করুন, যে ভাবে কৃষ্ণ ও সুভদ্রার মধুর সম্পর্ক বজায় আছে, তেমনই যেন আপনাদের সম্পর্কেও স্নেহ ও মাধুর্য থাকে।
রাখির দিনে ফিটকিরির উপায় রাখির দিনে পুজোর থালায় এক টুকরো ফিটকিরি রেখে দিন। ভাইকে রাখি বাঁধার পর তাঁর মাথা দিয়ে সাতবার ঘুরিয়ে উল্টো দিকে ফেলে দিন।
ফিটকিরি নেতিবাচক শক্তি শোষণ করার ক্ষমতা রয়েছে। এর ফলে ভাইয়ে উপর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ভাই শান্ত ও সংযত থাকবে।
এর পর ভাই-বোনের মধ্যে কোনও মনোমালিন্য থাকবে না। পাশাপাশি এর প্রভাবে ভাইয়ের কোষ্ঠীতে থাকা অশুভ গ্রহদশাও ক্রমশ কমতে থাকবে।
বজরংবলীকে রাখি বাঁধুন এ দিন ভাইকে তো রাখি বাঁধবেনই, পাশাপাশি বজরংবলীকেও রাখি বাঁধুন। এর ফলে বজরংবলী প্রসন্ন হন এবং সমস্ত সংকট থেকে আপনাকে ও আপনার ভাইকে রক্ষা করবেন।
জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলকে ভাইয়ের কারক গ্রহ মনে করা হয়। বজরংবলী মঙ্গলের অধিপতি দেবতা। বজরংবলীকে রাখি বাঁধলে মঙ্গলের প্রতিকূল প্রভাব কমে আসে।
বৃহন্নলাদের রাখি এ দিন বৃহন্নলাদের সবুজ পোশাক দান করুন। তাঁদের রাখি বাঁধতে পারেন। এর ফলে কোষ্ঠীতে বুধ গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পাবে।
ভাই-বোনের সম্পর্ক মজবুত হবে ও সুখ-সমৃদ্ধি লাভ করা যাবে এই উপায়গুলি পালন করলে।