12 January 2024

BY- Aajtak Bangla

পুজোর জন্য এই সময় ফুল তুললেই ভগবান তুষ্ট হন, জেনে নিন

হিন্দু ধর্মে পুজো খুবই গুরুত্বপূর্ণ একটি কার্য।

পুজোয় সকল দেবদেবীর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য ফুল অর্পন করা হয়।

কিন্তু কোন সময়টা ফুল তোলার উপযুক্ত জানেন? জেনে নিন-

স্নানের আগের ঈশ্বরের আশীর্বাদ পেতে ফুল দিতে পারেন।

পুজোয় নিবেদিত ফুল উপড়ে পড়লে তাকে ধোয়া হয় না।

অনেকে বিশ্বাস করেন যে স্নানের পরে ফুল তুলে তা পুজোয় দিলে ভগবান সেই ফুল গ্রহণ করেন না।

সকালের বদলে ভুলেও সন্ধ্যে বেলায় ফুল ছিঁড়বেন না।

মাঝরাতে ফুল ছিঁড়লে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন।

বাস্তুশাস্ত্রে বাড়িতে পুজোর ফুল আনলে চারিদিকে সুগন্ধের সঙ্গে সঙ্গে পজেটিভ শক্তিও ছড়ায়।

ধর্মীয় শাস্ত্র অনুসারে পুজোয় সুগন্ধি জিনিস ব্যবহার করা খুবই শুভ মনে করা হয়।