BY- Aajtak Bangla
7 OCTOBER, 2023
ঘরে ঘরে গোপালের পুজো করা হয়, মাখন, কেক, চকোলেট দিয়েও গোপালের পুজো করা হয়।
সুখ শান্তি আনতে অনেকেই ঘরে গোপাল ঠাকুর নিয়ে আসেন, তবে গোপাল ঠাকুর নিয়ে আসার আগে বেশ কিছু নিয়ম জেনে নেওয়া উচিত।
প্রতিদিন সকালে গোপালকে স্নান করিয়ে শুদ্ধ করতে হয়।
গোপাল ঠাকুরকে সারা দিনে চারবার খেতে দিতে হয়, ভোগ হিসেবে ক্ষীর, মাখন, মিছরি, হালুয়া দিয়ে গোপালের পুজো করতে হয়।
প্রতিদিন গোপালের পোশাক পরিবর্তন করতে হয়, তাঁর হাতে বাঁশি ও কপালে চন্দন দিয়ে তাকে নিয়মিত সাজাতে হয়।
গোপালকে কখনও বাড়িতে একা রেখে যাওয়া উচিত না, এর ফলে তিনি রেগে যেতে পারেন। তাই সবসময় তাঁকে সঙ্গে নিয়েই যাওয়া উচিত।
লাড্ডুগোপালকে নিয়মিত বালিশে শুইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়, এর ফলে তিনি খুব খুশি হন।
গোপালকে খুশি করতে নিয়মিত সকালে তাঁর আরতি করা উচিত, সারা দিনে অন্তত দুবার তাঁর আরতি করা উচিত।
গোপালকে খুশি করার জন্য তাঁর পাশে সবসময় তাঁর প্রেমিকা রাধার মূর্তিও রাখা উচিত।