BY- Aajtak Bangla
2 April 2024
আমরা সকলেই ছবি তুলতে ভালবাসি। নেট দুনিয়ায় সেই ছবি শেয়ারও করি।
ইদানীং অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করেন। যা বহু মানুষ দেখছেন।
অনেক সময় ছবি বিকৃত করে নানা ধরনের অপরাধমূলক কাজ করা হয়।
তবে ছবি দিয়ে কালাজাদুও করা যায়। যার ফলে ক্ষতি হতে পারে আপনার। এমনটাই সতর্ক করলেন সদগুরু।
সদগুরুর মতে, ছবির মাধ্যমে কালাজাদু করা যায়। ফলে ক্ষতি হতে পারে।
সদগুরুর মতে, তাই অচেনা কাউকে ছবি পাঠানো উচিত নয়। কারণ, কে বলতে পারে, যাঁকে ছবি পাঠাচ্ছেন, সে ছবি দিয়ে কালাজাদু করবেন কিনা।
সদগুরুর মতে, আমাদের ছবির একটা জ্যামিতি রয়েছে। তাই সেই ছবির জ্যামিতি দেখে কালাজাদু করা যায়। ।
সদগুরুর পরামর্শ, নিজের ব্যক্তিগত ছবি কখনওই অচেনা কারও কাছে পাঠাবেন না। ।