BY- Aajtak Bangla
4 May 2024
বাড়ির মূল দরজা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই দরজা দিয়েই ঘরে ঢোকা যায়।
বাস্তু মতে, বাড়ির মূল দরজা খুবই পবিত্র বলে মনে করা হয়। মূল দরজা যে কারও ভাগ্য ঘোরাতে পারে।
বাস্তু মতে, ঘরের দরজায় এই টোটকা মেনে চললে শুভ ফল পাওয়া যায়।
বাস্তুবিদদের মতে, সপ্তাহে একদিন অল্প নুন মেশানো জল বাড়ির মূল দরজার বাইরে ভাল করে ছেটান। .
এই কাজ করলে ঘর থেকে অশুভ শক্তি দূর হয়। কোনও নেতিবাচক শক্তির প্রবেশ ঘটবে না ঘরে।
তাছাড়া নুনের প্রভাবে জীবাণু দূর হয়। তাই বাড়ির মূল দরজার পাশে নোংরা সাফ হয়। এতে পরিবারের সদস্যরা ভাল থাকেন। ।
বাড়ির মূল দরজার দু'পাশে নুন-জল ছেটালে সৌভাগ্য আসে ঘরে। ।
ঘরের দরজার বাইরে নুন-জল ছেটালে কুনজর থেকে রেহাই পান পরিবারের সকলে।